
পুঠিয়া তাহেরপুর রোডে দুই মোটরসাইকেলের মু’খোমুখি সং’ঘর্ষ (২৬ সেপ্টেম্বর) রোজ শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে পুঠিয়া তাহেরপুর রোডে গণ্ডগোহালী হাফিজিয়া মাদ্রাসার সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,তাহেরপুরের দিক থেকে আশা এক মোটরসাইকেল ও পুঠিয়ার দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মু’খোমুখি সংঘ’র্ষ হয়। উভয়ই মোটরসাইকেলের চালকসহ একজন করে যাত্রী ছিলেন। স্থানীয়রা উ’দ্ধার করে দ্রুততার সাথে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।গু’রুতর আ’হতরা হলেন,মোঃ সবুজ আলী (৩৬) পিতা জিন্নাত আলী,গ্রাম ফুলবাড়ী। মোঃ রানা (৩০) পিতা নজের আলী গ্রাম,ফুলবাড়ী। মোঃ নিলয় (১৭) পিতা আলেক,গ্রাম,আটভাগ সরকারপাড়া। মোঃ সাকিব (২১)পিতা,খালেক গ্রাম, আটভাগ। পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার,তিনজনের অবস্থা আ শঙ্কজনক হাওয়াই দ্রুততার সাথে রামেক হাসপাতালে রেফার করেন। তারা হলেন,সবুজ আলী,শাকিব,নিলয়।
