বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় কুষ্টিয়ায় লাইনম্যানকে লক্ষ্য করে গুলি

Your Attractive Heading

কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর এক পল্লী বিদ্যুৎ কর্মীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বিদ্যুৎ কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর এ ঘটনা ঘটে।জানা গেছে, বাহাদুরপুরের বিদ্যুৎ গ্রাহক তাজমল হোসেন চার মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে যায় লাইনম্যান। এসময় তার ছেলে আব্দুর রহিম (২৫) ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান।প্রথমে দুই রাউন্ড গুলি ছোড়া হলেও লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর গুলি শেষ হওয়ায় আব্দুর রহিম লাইনম্যান সোহাগ মিয়াকে ধরে আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে আঘাত করেন।গুরুতর রক্তাক্ত অবস্থায় সোহাগ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। খবর পেয়ে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম এবং স্থানীয় ফাড়ির পুলিশসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত লাইনম্যানকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, তাজমল হোসেনের চার মাসের বিলের মোট বকেয়া ৪ হাজার ৯২১ টাকা বাকি ছিল। নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করলে আব্দুর রহিম ক্ষুব্ধ হয়ে লাইনম্যানদের ওপর আক্রমণ চালান। আমরা ইতোমধ্যেই আব্দুর রহিমের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে অবগত করেছি। ভেড়ামারা থানায় এজাহার দায়ের করা হয়েছে।এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, একটি মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Popunder Popunder_1 JS SYNC (NO ADBLOCK BYPASS)