রাজশাহীতে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

রাজশাহীতে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি।গত ০৭/০৮/২০২৫খ্রি. রাত্রী ০১.৩০ ঘটিকার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশ কোল্ড স্টোরেজ প্রা: লি: নামক হিমাগারে ঢুকে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে বেঁধে হিমাগারের পাওয়ার হাউসের মূল্যবান যন্ত্রপাতি ডাকাতেরা নিয়ে যায়। এসময় ডাকতেরা প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস কক্ষ ও আলমারি ভাংচুর করে নগদ ০৩ লক্ষ ৩৩ হাজার টাকাসহ সর্বমোট ৬৩ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। এই সংক্রান্তে মোহনপুর থানার মামলা নং-০২, তারিখ-০৭/০৮/২০২৫খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।অজ্ঞাতনামা ৩০/৩৫ জন ডাকাত দল রামদা, শাবল, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রাজশাহীর মোহনপুর থানাধীন বামশিমইল ইউনিয়নের অন্তর্গত গাঙ্গোপাড়া গ্রামস্থ দেশ “কোল্ড স্টোরেজ (প্রা.) লি:” নামক প্রতিষ্ঠানের প্রধান গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে। প্রধান গেটে থাকা ০২ জন নিরাপত্তা প্রহরীর হাত-পা ও চোখ বেঁধে তাদেরকে গার্ড রুমের পার্শ্বে মোটরসাইকেল গ্যারেজে ফেলে রেখে ট্রাক নিয়ে কোল্ড স্টোরেজের ভিতরে প্রবেশ করে। ডাকাত দল প্রতিষ্ঠানের লেবার কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে থাকা ১৮জন লেবারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রত্যেকের হাত-পা ও চোখ বেঁধে দরজা আটকে লেবার সর্দারের রুমের তালা কেটে নগদ অর্থ হাতিয়ে নেয়। ডাকাত দলের সদস্যরা অফিস রুমের তালা ভেঙ্গে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে নগদ টাকা নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে সিআইডি রাজশাহী মেট্রো ও জেলার কর্মকর্তাগণ মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির সাথে জড়িত আসামিদের সনাক্ত করতঃ সিআইডি রাজশাহী মেট্রো ও জেলার একটি বিশেষ টিম ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি (১) মোঃ সাজেদুল শেখ (৩৫), পিতা- মৃত মফজেল শেখ, সাং-পিপুলবাড়িয়া, থানা-সিরাজগঞ্জ সদর এবং (২) মোঃ রুবেল (১৯), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-বিনোটিয়া, থানা-শাহজাদপুর, উভয়ের জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।ডাকাতদ্বয়ের নিকট হতে এবং তাদের দেওয়া তথ্য মতে নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয়।

Popunder Popunder_1 JS SYNC (NO ADBLOCK BYPASS)