বাগমারায় মারপিট করে পুকুর দখল করায় বিএনপি নেতার শাস্তির দাবীতে মানববন্ধন

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে একটি খাসপুকুর দখল করে মসজিদ কমিটির লোকজন কে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকনের নেতৃত্বে হামলায় চারজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।এদিকে ওই ঘটনায় বুধবার (১৭সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা জলপাইতলা বাজারে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন, রামরামা মসজিদ কমিটির সভাপতি ইয়াসিন আলী, মসজিদ কমিটির সদস্য রায়হান খাঁ, শহিদুল ইসলাম, বকুল সরদার, সবদুল খাঁ এবং স্থানীয় নারীদের মধ্যে মালা বেগম, শামীমা আক্তার চুমকি, নাসিমা আক্তার, চাম্পা বেগম প্রমূখ।আয়োজিত মানববন্ধনে বক্তব্যরা দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী এবং গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকনের বহিষ্কার দাবী জানান।হামলার ঘটনায় ওই রাতেই বাগমারা থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মাসুদ (৩৫) ও জামাল (৩৩)।মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পুকুরটি মসজিদের নিয়ন্ত্রণে ছিল এবং পুকুর সংলগ্ন কিছু জমি মসজিদের মালিকানায় রয়েছে। আহত শহিদুল ইসলাম জানান, “এই পুকুরটি মসজিদের নামে দেওয়া ছিল। ৫ তারিখে সরকার পরিবর্তনের পরে ইউনিয়ন বিএনপি সভাপতি জহুরুল ইসলাম খোকন, তার ভাই ও ভাতিজাসহ কয়েকজন দখলের চেষ্টা করে। পরে বিষয়টি এসিল্যান্ডের মাধ্যমে সমাধানের কথা থাকলেও তারা তা মানে না এবং পুনরায় দখলের চেষ্টা করে। বাধা দিলে তারা আক্রমণ করে। দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা ও পিটিয়ে জখম করে।”সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, শহিদুল ইসলাম, রায়হান খাঁ, আশরাফ আলী খা ও আকরাম মোল্লা। প্রথমে তাদেরকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।মসজিদ কমিটির পক্ষে রায়হান (৩২) বাদী হয়ে ১২জন কে আসামী করে বাগমারা থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য আসামিরা হল গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি জহুরুল ইসলাম খোকন, তার ভাতিজা সৈকত হোসেন অনিক, খোকনের স্ত্রী সালমা বেগম।অভিযুক্ত জহুরুল ইসলাম খোকনকে মোবাইলে কয়েকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর ইসলাম বলেন, ওই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Popunder Popunder_1 JS SYNC (NO ADBLOCK BYPASS)