
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশ আসনের একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। এরই অংশ হিসাবে গত রোব ও সোমবার সহস্রাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করে দলটির হাইকমান্ড। দলীয় নির্দেশনা মেনে মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচনি গণসংযোগে নেমেছেন তারা। ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন হাইকমান্ডের বার্তা।সূত্র মতে, বুধবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে একক প্রার্থী নির্ধারণ করা নিয়ে আলোচনা হয়। দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে অন্তত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছেন। বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে। এর মধ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গী ও জোট শরিকদের আসনও রয়েছে। তবে তফশিল ঘোষণার পর একক প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। এর আগে মনোনয়ন ফরম বিক্রি-জমাসহ সব প্রক্রিয়া শেষ হবে।তারা আরও জানান, এখন যাদের প্রাথমিকভাবে একক প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে, তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব প্রার্থীর মধ্যে যদি কেউ নিজ আসনে সক্রিয়ভাবে কাজ না করেন বা দলীয় নির্দেশনা মেনে না চলেন তাহলে তাদের বাদ দিয়ে নতুন করে ফের একক প্রার্থী নির্ধারণ করা হবে।গুলশানে মতবিনিময়ে বিএনপির সহস্রাধিক সম্ভাব্য প্রার্থী ছিলেন। তাদের অনেকেই মনোনয়ন পাচ্ছেন বলে আলোচনায় রয়েছেন, তারা হলেন-

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) : মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও জিয়া পরিষদ নেতা অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব।
রাজশাহী-২ (মহানগর) : চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) : মহানগর সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য রায়হানুল আলম রায়হান ও মোহনপুর উপজেলা সাবেক সভাপতি আব্দুস সামাদ।
রাজশাহী-৪ (বাগমারা) : বাগমারা উপজেলা আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) : পুঠিয়ার আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মাহমুদা হাবিবা, পুঠিয়ার সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক, সাবেক সংসদ-সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলকার নাঈম মোস্তফা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) : জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল ও বাঘার সাবেক সভাপতি নুরুজ্জামান মানিক।
